আদর্শ বৈজ্ঞানিক ইউটোপিয়া
ইউটোপিয় সমাজতন্ত্রীরা যেমন- সাঁ সিমো, ফুরিয়ের, শার্লো প্রমুখ কল্পনা করেছিলেন ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজের কথা। ইউটোপিয়ার গুরুত্ব এইখানে যে, ইউটোপিয়া একটা সময় পর আর ইউটোপিয়া থাকে না। বিজ্ঞানসম্মত যে কোনো নির্দেশনা পরবর্তী সময়ে বৈজ্ঞানিক বোঝাপড়ার মাধ্যমে সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে।