বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ || ৬ অগ্রাহায়ণ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৮:১৪, ২৬ জুলাই ২০২৪

জয়পুরহাট বিজিবির অভিযানে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

জয়পুরহাট বিজিবির অভিযানে ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
সংগৃহীত

জয়পুরহাট ২০ বিজিবির বিশেষ টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টাকালে দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মালিকবিহীন অবস্থায় দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে বিষয়গুলো উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি, এলএসসি আজ শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আনিছুর রহমানের উপস্থিতিতে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

টহল দল সীমান্ত পিলার ২৮৯/৪১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুটি কাচের পাত্রে উল্লেখিত পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৬ কোটি দুই লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ