রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:০৭, ২ জুলাই ২০২৪

আপডেট: ১১:৩১, ২ জুলাই ২০২৪

জয়পুরহাটে শিশুদের কাছে সিগারেট বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে শিশুদের কাছে সিগারেট বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে। যাদের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

এসব শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে আক্কেলপুর উপজেলার কলেজ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ