শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ || ৬ পৌষ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:৫২, ২১ আগস্ট ২০২৪

এমপক্স কতটা বিপজ্জনক, কারা দ্রুত শিকার হচ্ছে

এমপক্স কতটা বিপজ্জনক, কারা দ্রুত শিকার হচ্ছে
সংগৃহীত

এমপক্স (Mpox) হল একটি সংক্রমণ, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাও। শিশু, গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা দ্রুত শিকার হচ্ছে এমপক্সের। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের জন্য এই রোগটি বিপজ্জনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমপক্সকে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। এমপক্সের কারণে আতঙ্কিত ছোট থেকে বড় সকলেই।

এমপক্স বা Mpox এর দুটি স্ট্রেন রয়েছে‌। একটি হল স্থানীয় রূপ অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণকারীদের থেকে ছড়াচ্ছে এবং দ্বিতীয়টি হল এমপক্সের নতুন স্ট্রেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে এই রোগ। কিন্তু এমপক্স কোভিডের মতো বাতাসে ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এমপক্স রোগীর সংস্পর্শে আসার ৩ থেকে ১৭ দিন পর দেখা দেয় এর লক্ষণগুলো। এমপক্সের লক্ষণগুলো দেখা দেওয়ার সময়টিকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এমপক্স বা Mpox-এর লক্ষণগুলি ২ থেকে ৪ সপ্তাহ ধরে থাকে। এমপক্স বা Mpox-এর লক্ষণ জ্বর দিয়ে শুরু হয়। এরপর ত্বকে দেখা দেয় লাল ফুসকুড়ি। তারপর এমপক্সের লক্ষণ হিসেবে দেখা দেয় মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা ও ক্লান্তি।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ