শেষ ধাপে ভর্তি ১৯-২০ আগস্ট, ক্লাস শুরু ১ সেপ্টেম্বর
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগে তৃতীয় বা শেষ ধাপে মেধা তালিকায় সাবজেক্ট পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৯ ও ২০ আগস্ট জিএসটি গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, তৃতীয় ধাপে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ আগস্ট দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন।
পরবর্তীতে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফি জমা নিয়ে শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আগামী ১ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে। ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরুসহ অন্যান্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ
এদিকে ১৬ জুলাই রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির ভার্চুয়াল সভার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের রূহের মাহফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এ পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের আশু সুস্থতা কামনা করা হয়।
তাছাড়া গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।
সূত্র: Jagonews24