রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:০১, ৭ জুন ২০২৪

ঠাকুরগাঁওয়ে কচুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি

ঠাকুরগাঁওয়ে কচুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি
সংগৃহীত

ঠাকুরগাঁয়ের হরিপুর কচুর বাম্পার ফলন হয়েছে। হাটবাজারে নতুন কচু একশত টাকা করে বিক্রয় হচ্ছে। বাজারে দাম বেশ ভালো হওয়ায় উপজেলার কচুচাষির মুখে হাঁসি ফুটেছে।

হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, কচুর আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ৭ হেক্টর জমিতে লতিকচু ও দেশি কচুসহ বিভিন্ন জাতের কচুর আবাদ হয়েছে।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক আ. মালেক বলেন, আমি দুই বিঘা জমিতে কচু চাষ করেছি। কচু চাষে কীটনাশক ব্যবহার না করলেও চলে। তবে ক্ষেতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এবার কচু চাষের জন্য উপযুক্ত আবহাওয়াও ছিল। তাই এবার কচুর ফলন গত বারের চেয়ে বেশি হচ্ছে। বর্তমানে বাজারে দেশি কচু একশত টাকা কেজি বিক্রয় হচ্ছে। আর কচুর লতি ৫০ টাকা কেজি বিক্রয় হচ্ছে। কাচা মাল ব্যবসায়ীরা আমাদের ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে। কচু তোলার পর ওই জমিতে আমন ধান লাগানো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, কচু চাষের প্রতি এ উপজেলার কৃষকের দিন দিন অগ্রহ বারছে। কচু চাষ কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন, দাম ও ভালো পাওয়া যায়। এতে কৃষক অতি সহজেই তার ক্ষতি পুশিয়ে নিতে পারে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ