প্রাণীরা পদার্থবিদ্যা জানে? কাজে লাগায় এর সূত্র?
পদার্থবিদ আইজ্যাক নিউটন স্রেফ যদি বেড়াল নিয়ে গবেষণা করতেন, তবে তার পক্ষে গতির বিভিন্ন সূত্র কখনোই আবিষ্কার করা সম্ভব হতো না। ধরা যাক, কেউ একটি বেড়ালের পেট উঁচু করে ধরে একে দোতলার জানালা থেকে ফেলে দিলেন। এক্ষেত্রে বেড়ালকে যদি শুধু একটি ‘যান্ত্রিক ব্যবস্থা’, যা নিউটনের গতিশীল পদার্থের বিভিন্ন নিয়ম মেনে চলে, সে হিসেবে বিবেচনা করা হয়, তবে মাটিতে সবার আগে পড়া উচিৎ বেড়ালটির পিঠ।